* সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা
* সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ
* ভবিষ্যৎ পরিকল্পনা
সেকশন 1: জেলা শিক্ষা অফিসারের কার্যালয়, নরসিংদী এর রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলি
1.1 রূপকল্প (Vision): শিক্ষার মাধ্যমে যুগপোযোগী ও যোগ্য নাগরিক সৃষ্টি করে উন্নত দেশ বিনর্মিাণ।
1.2 অভিলক্ষ্য (Mission): আধুনিক প্রযুক্তিনির্ভর, সমতাভিত্তিক, নৈতিকতাসমৃদ্ধ ও দেশপ্রেমিক দক্ষ জনশক্তি তৈরী।
1.3 কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objctives):
1.3.1 উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের কৌশলগত উদ্দেশ্যসমূহ:
1. শিক্ষার গুণগত মানোন্নয়ন।
2. শিক্ষা প্রশাসনের সক্ষমতা, স্বচ্ছতা এবং দক্ষতাবৃদ্ধি ও কার্যকর মনিটরিং।
3. শিক্ষার সর্বক্ষেত্রে মান ও সমতা নিশ্চিতকরণ ।
1.3.2 আবিশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ:
1. দক্ষতার সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করা।
2. কার্যপদ্ধতি ও সেবার মানোন্নয়ন।
3. দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন।
4. কর্মপরিবেশ উন্নয়ন।
5. তথ্য অধিকার ও স্বপ্রনোদিত তথ্য প্রকাশ বাস্তবায়ন জোরদার করা।
6. আর্থিক ব্যবস্থাপনার উপন্নয়ন।
1.4 কার্যাবলি ( Functions):
1. কর্মকর্তা-কর্মচারীর পিিআর.এল. ও পেনশন সুপারিশকরণ।
2. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীদের এমপিও, টাইমস্কেল, উচ্চতর স্কেল এবং বিভিন্ন ধরণের সংশোধনী সংক্রান্ত কাজ।
3. উপজেলা মাধ্যমিক ও শিক্ষা অফিসে কর্মরত কর্মচারীদের বদধী সংক্রান্ত।
4. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তৃতীয় ও চতুর্থ শেণির কর্মচারী (নন গেজেটেড) টাইম স্কেল ও উচ্চতর স্কেল প্রদানে সুপারিশকরণ।
5. কর্মচারীদের জিপিএফ এর অগ্রিম উত্তোলনের অনুমোদন।
6. জেলার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান/শিক্ষা অফিস পরিদর্শন।
7. জেলা পর্যায়ে জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির খেলাধূলা পরিচালনা/অনুষ্ঠান করা।
8. বদলীকৃত সরকারি কর্মকর্তা/কর্মচারীর সন্তানকে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্থির ব্যবস্থা।
9. জেলার আওতাধীন বিদ্যালয় /অফিসের শিক্ষক কর্মচারীদের পসপোর্ট সংক্রান্ত কাজ (প্রত্যয়ন/সুপারিশকরণ)।
10. তফসিলী (হিন্দু) প্রতিবন্ধিসহ সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানে বাছাই কার্যক্রম সম্পন্ন করা।
11. বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা /বাস্তবায়ন।
12. বিনামূল্যে বই বিতরণ।
13. সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করা।
14. জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন।
15. শিক্ষক/কর্মচারী নিয়োগে মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়ন।
16. অভিযোগের ভিত্তিতে /ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত।
17. শিক্ষক নিবন্ধন সনদ বিতরণ
18. এডহক কমটিতে শিক্ষক প্রতিনিধি মনোনয়ন।
19. বৃত্তিবিলে প্রতিস্বক্ষর।